বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ক্যাম্পওয়া পাড়ায় সোমবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডে উচহ্লা মার্মা নামে এক পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ ১৩ লাখ টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও পাড়াবাসীরা জানান, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো বাগান ও জুমের কাজে বের হয়ে যান। সকাল সাতটার দিকে হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হয়ে দ্রুত পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। পাড়ার অনেকেই তখন বাগানে থাকায় আগুন নেভানোর মতো কেউ উপস্থিত ছিলেন না।
ক্ষতিগ্রস্ত উচহ্লা মার্মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, কাজ শেষে ফিরে এসে দেখি আমার ঘর, নগদ টাকা, সোনাদানা-সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? আমার কাছে উপরে আকাশ আর নিচে মাটি ছাড়া কিছু নেই।
গ্রামবাসীর একজন জানান,আমরা সবাই কাজের জন্য বাইরে ছিলাম। আগুনের খবর পেয়ে ছুটে এলেও ততক্ষণে সব পুড়ে যায়। পরিবারটি এখন সম্পূর্ণ অসহায়। তাদের জন্য দ্রুত সহযোগিতা দরকার।
রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে চাল, খাদ্যসামগ্রী ও হাড়ি-পাতিলসহ দরকারি জিনিসপত্র দেওয়া হয়েছে। বড় ধরনের সহায়তা নিশ্চিত করতে বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, সর্বস্ব হারিয়ে উচহ্লা মার্মা পরিবার চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনে সরকারি-বেসরকারি পর্যায়ে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তারা।