গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত দুজনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৯ জন নামীয় এবং অজ্ঞাত ৪৫ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন মামলা নং-১৮।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বড় নারায়নপুর গ্রামের লাল মিয়া পৈত্রিক সূত্রে বড় নারায়নপুর মৌজায় পাওয়া ১ একর ১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু একই গ্রামের, আব্দুর রহমান, আনিছুর রহমান, হাছেন আলী ও হাতেম আলীসহ কয়েকজন ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবী করে আসছে। চলতি মৌসুমে লাল মিয়া তার জমিতে ধান, লাউ, পেয়াজ ও মরিচ আবাদ করে। বিভিন্ন সময়ে আনিছুর রহমান, আব্দুর রহমান, হাছেন আলী ও হাতেম আলীসহ তাহার ভাড়াটে দলবদ্ধ বাহিনী নিয়ে উক্ত জমি দখলের পায়তারা করে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে এবং থানায় অভিযোগ করেন লাল মিয়া। একাধিকবার থানায় দুপক্ষের সালিশে বৈঠকে ওই জমিতে যাবেনা মর্মে শালিস নামা দেন আ. রহমান, আনিছুর রহমান, হাছেন আলী, হাতেম আলী ও তার লোকজন। কিন্তু ফসল পরিপক্ক হওয়ার আগেই যোগসাজশে তারা সালিশ নামা না মেনে আব্দুর রহমান, আনিছুর রহমান, হাছেন আলী , হাতেম আলীসহ দলবদ্ধ লোকজন জোরপূর্বক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গত শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে লাল মিয়ার রোপনকৃত ফসল কাটতে শুরু করে। এসময় লাল মিয়া ও তার লোকজন জানতে পেরে বাধা দেন। এসময় প্রতিপক্ষের আঘাতে লাল মিয়া, নাজমি, ডায়না, তোতা, নজমাল, নাজমুল, তজমাল, মুছা, হারুন, নয়া মিয়া ও শান্তসহ ১০ জন গুরুতর আহত হন। দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তজমাল ও তোতা মিয়াকে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে আব্দুর রহমান ও হাছেন আলী, হাতেম আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, ক্রয়সূত্রে জমির মালিক আমরা। ওদের বাপ-দাদা আমাদের কাছে জমি বিক্রি করেছেন। ধান কাটার বিষয়ে জানতে চাইলে বলেন, ধান তারা আবাদ করেছেন, আমরা আমাদের জমির ধান কাটছি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবল ইসলাম বলেন, ঘটনাটির মামলা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।