রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধ ও সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়োথ ফর দ্যা সুন্দরবনের সাবেক আহবায়ক এম, আর সিফাতের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, প্রেসক্লাবের সহসভাপতি ও বেলা সদস্য এ, এইচ নান্টু, সাংগঠনিক সম্পাদক ও পরিবেশ যোদ্ধা মো. মেহেদী হাসান। পরিবেশ যোদ্ধা মো. মাহাফুজুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। ইয়োথ ফর দ্য সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্যরা হলেন প্রান্ত বাছাড়, রনি ও প্রোঞ্জয় মন্ডল প্রমুখ। কর্মশালায় সুন্দরবনকে দুষণমুক্ত করতে এবং প্লাস্টিক পলিথিনের ব্যবহার কমিয়ে আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রহন করা হয়। গণশুনানির অনুষ্ঠানের শুরুতে ইয়োথ ফর দ্যা সুন্দরবনের যুব ও যুবারা কি কি পদক্ষেপ গ্রাহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরেন। আগামীতে প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতার খারাপ দিকগুলো তুলে ধরেন।