২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে রুমা উপজেলা কৃষি গুদাম প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষকের মাঝে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, ফেলন ও অড়হর চাষাবাদের জন্য বীজ ও সার প্রদান করা হয়। প্রতিজন কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমি চাষের উপযোগী পরিমাণে উপকরণ বিতরণ করা হয়েছে।
সরিষা চাষের জন্য ১ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; সূর্যমুখীর জন্য ১ কেজি এমওপি; চিনাবাদামের জন্য ১০ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; ফেলন চাষের জন্য ৭ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং অড়হর চাষের জন্য ২ কেজি উফশী বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে সোমবার সরিষা চাষের বীজ ও সার বিতরণ করা হয়। ধাপে ধাপে অন্যান্য ফসলের উপকরণও প্রদান করা হবে বলে কৃষি বিভাগ জানায়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে রুমা কৃষি অফিসার এ,কে, এম, ফরিদুল হক জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার প্রণোদনার আওতায় সারা দেশে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। পাহাড়ি অঞ্চলে সম্ভাবনাময় ফসল উৎপাদনে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে এবং বীজ আর সার গুলো চাষীরা তেমনভাবে বীজ রোপন করছে এবং সারগুলো ব্যবহার করছে কিনা এ বিষয় নিয়ে আমাদের কৃষি দপ্তর থেকে সব সময় পরিদর্শন করবেন বলে জানান ।
তিনি আরও বলেন, রুমা উপজেলার কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আধুনিক কৃষির সাথে যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। উপকরণ পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।