× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিখোঁজ বিমান বাহিনীর সাবেক নারী পাইলটের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট।

১০ নভেম্বর ২০২৫, ১৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত।

মোংলায় সুন্দরবনে ঘুরতে এসে পশুর নদীতে বোট ডুবে নিখোঁজ আমেরিকা প্রবাসী রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে নদীর জয়মনিরঘোলের সরকারি খাদ্য গুদাম জেটি এলাকার থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ‘শনিবার ১৪ পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণে বের হয়। বোটটি দুপুর ১টার সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন।’

তিনি বলেন, ‘পরে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিনদিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলোর জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।’

বাবা-মাসহ স্বজনের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন রিয়ানা আবজাল। তারা ঢাকার উত্তরার বাসিন্দা। বাবা পেশায় বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার। আর রিয়ানা বিমান বাহিনীর সাবেক পাইলট। স্বামীসহ বসবাস করতেন আমেরিকায়। গত মাসের মাঝামাঝি আমেরিকা থেকে ঢাকায় আসেন রিয়ানা। ২০২১ সালে রিয়ানার বিয়ে হয় আমেরিকা প্রবাসীর সঙ্গে। তাদের কোনো সন্তান ছিলো না।

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘রিয়ানাকে কুমিল্লার লাঙ্গলকোটে শ্বশুরবাড়িতে দাফন করা হবে। এদিকে স্ত্রী নিখোঁজের খবর পাওয়ার পর রোববার রিয়ানার স্বামী তৌহিদুল ইসলাম ঢাকায় আসেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.