× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে বেকারত্ব দূরীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

১০ নভেম্বর ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে মত বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

 রবিবার বিকেলে জিপিডিএল গ্রুপ এর উদ্দে্যাগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন। এই সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর সিনিয়র পরিচালক নোয়াখালীর কৃতি সন্তান মোঃ হাসান ফারুক, পরিচালক মোঃ আবদুল মোতালেব, মোঃ তৌহিদ হোসেন, পরিচালক রাহিমা আক্তার ও ফয়েজ আহম্মেদ সহ কোম্পানীর কর্মকর্তারা। এর আগে প্রস্তাবিত বিভিন্ন সুপার শপ পরিদর্শন করেন কর্মকর্তারা। জিপিডিএল গ্রুপের কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন জানান, সরকারের পাশাপাশি দেশের শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ও উদ্যোক্তা সৃষ্টির জন্য দেশের বিভিন্ন জেলায় নিজস্ব অর্থায়নে জমিতে আবাসন প্রকল্প, সুপার সপ, জিপিডিএল এগ্রো সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এতে শত শত বেকার শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এরই লক্ষ্যে নোয়াখালীতে বেশ কিছু কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.