কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়ার পদ স্থগিত আদেশ প্রত্যাহার করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
৯ অক্টোবর রবিবার রাতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ফেসবুক পেজে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহার সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে এ আদেশ প্রদান করা হয়।
এর আগে কমিটি গঠনের একদিন পরে ২৪ই সেপ্টেম্বর তথ্য গোপনের অভিযোগে ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ শাখা ছাত্রদলের কমিটি থেকে সভাপতি পদ থেকে সানরোজ বসুনিয়ার পদ স্থগিত করা হয়।
স্থগিত আদেশ প্রত্যাহার বিষয়ে সানরোজ বসুনিয়া বলেন, আমাকে অনেক হয়রানি, অপমান, অপবাদের স্বীকার হতে হয়েও নিরব ভূমিকা পালন করতে হয়েছে, গতকাল আমার স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে।যার মাধ্যমে সত্যের জয় হয়েছে বলে আমি মনে করি।
জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের এই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।