× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে ডাকাতের বাড়িতে চোরাই মালামাল উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৫, ১৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে কুখ্যাত আশরাফ ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা ও ক্ষেতলাল থানা পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে অটোরিকশার যন্ত্রপাতি, ডিজিটাল পাল্লা, লাইট, ফ্যান, কাসার বাসনপত্র, গরু চুরির দড়ি, কাটার সরঞ্জাম, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন দামী জিনিসপত্র।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আশরাফ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। স্থানীয়রা তাকে “আশরাফ ডাকাত” নামেই চিনতেন। চুরি করা মালামাল বিক্রি করে তিনি মোটরসাইকেলসহ বিলাসী জীবনযাপন করতেন।

অভিযানের সময় আশরাফ পলাতক থাকলেও তার স্ত্রী বানুকে আটক করেছে পুলিশ। তিনি ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আশরাফ ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আশরাফ বর্তমানে পলাতক রয়েছে।” পুলিশের এ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে। তবে আশরাফ ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়ে গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.