× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক

চাঁদপুর প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৫, ২০:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল ইসলাম সরকার।  এর আগে সর্বশেষ তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।  রোববার (৯ নভেম্বর) রাতে রাষ্ট্রপ্রতির আদেশক্রমে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি  প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবেই দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর আগে শনিবার ( ৮ নভেম্বর)  মধ্যরাতে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।  তাদের মধ্যে ৬ জনকে রদবদল এবং ৯ জনকে নতুন মুখ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

নতুন জলা প্রশাসক ( ডিসি) পাওয়া জেলাগুলো হলো- চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ ও মানিকগঞ্জ। এদিকে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন  উদ্দিনকে (যুগ্ম সচিব পদে) পদোন্নতি দিয়ে জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণায়লয়ে নিয়োগ দেওয়া হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.