× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাসে আগুন, চালকের মৃত্যু

মো. সেলিম মিয়া, ফুলবাড়িয়া

১১ নভেম্বর ২০২৫, ১৩:১৩ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া নামক একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা চালক জুলহাস (২৬) দগ্ধ হয়ে মারা গেছেন। ভালুকজান পেট্রোল পাম্পের সামনে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাড়িটি রাত ২টা ২৫ মিনিটের সময় ওই পেট্রোল পাম্পের সামনে পার্কিং করে চালক জুলহাস গাড়িতেই ঘুমিয়ে যান। হঠাৎ স্থানীয়রা দেখতে পান গাড়িতে আগুন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলে গাড়ির ভেতরে একজনের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ দগ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ফায়ার সার্ভিস ও ফুলবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল হতে এক অজ্ঞাতনামা পুরুষের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাহাকে প্রাথমিকভাবে বাসের চালক জুলহাস বলে ধারণা করা হচ্ছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একজন মারা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটলো, সেটি আমরা অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.