খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও সুইজারল্যান্ডের সহায়তায় আস্থা প্রকল্পের উদ্যোগে উপজেলা ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার (আইসিটি) রাজীব রায় চৌধুরী, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমার সঞ্চালনায় উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক জাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য ও ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রঞ্জিত ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এছাড়া ইয়ুথ গ্রুপের সহ-আহ্বায়ক দিগ্রেন্দ্র ত্রিপুরা, সদস্য ডলি ত্রিপুরা, আশিক রঞ্জন ত্রিপুরাসহ অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বক্তব্য দেন। সভায় শান্তি-সম্প্রীতি রক্ষা, সরকারি কাজে সহযোগী করা, গণতন্ত্র চর্চা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্লাস্টিক বর্জন ও সুশাসন প্রতিষ্ঠার মতো কল্যাণমূলক বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রাজীব রায় চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করা, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা প্রয়োজন। একইসাথে অনলাইন জুয়া কে নিরুৎসাহিত করে তিনি সবাইকে দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হওয়ার আহ্বান জানান।
তরুণ প্রজন্মকে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত করে একটি ইতিবাচক সমাজ গড়া সম্ভব জানিয়ে তিনি আরো বলেন, ইয়ুথ গ্রুপ মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রেখে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মাঠপর্যায়ে এসব চর্চা করতে সকলকে সচেতন করতে হবে বলে তিনি জানান।
সভায়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে প্রত্যান্ত এলাকায় বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবে মর্মে তিন মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভায় উপজেলা ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্যরা সদস্যরা উপস্থিত ছিলেন।