× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুবলীগ নেতা গ্রেপ্তার

মো. ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

১১ নভেম্বর ২০২৫, ১৪:০৯ পিএম

বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ নেতা ফারুক হোসেন ওরফে ‘সিঙ্গার ফারুক’-কে রামগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃত ফারুক হোসেন মৃত আব্দুল মান্নান (ওরফে হোসেন আহমেদ)-এর পুত্র এবং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া আলেখার বাড়ির বাসিন্দা। তিনি উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, নুনিয়াপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গত ১০ নভেম্বর বিকেলে রামগঞ্জ থানার এএসআই সাহা স্বপন ও এএসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। ফারুক হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে- জিআর ১২৩/২০২২, জিআর ১৫৩/২০২৩, সিআর ৪৮৫/২০২৩, সিআর ৫৩/২০২৪, নারী ও শিশু ৬৪/২০১৬ (জিআর ১৫) মামলা।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল বারী জানান, গ্রেপ্তারকৃত ফারুক সরকারের বিরুদ্ধে ফেইজবুকে অপপ্রচার সহ ভিবিন্ন মামলার আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.