× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭৫ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৫, ১৪:৩৬ পিএম

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় এখনো পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় এলাকার প্রায় ৭৫ হাজার মানুষ চিকিৎসা সেবার ক্ষেত্রে চরম ভোগান্তিতে রয়েছেন। প্রাথমিক চিকিৎসা সেবার জন্য কয়েকটি কমিউনিটি ক্লিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

স্থানীয়রা জানান, জটিল রোগ বা দুর্ঘটনার ক্ষেত্রে রোগীদেরকে দূরবর্তী কালকিনি, মাদারীপুর সদর বা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এতে সময় ও খরচ দুই-ই বেড়ে যায় এবং অনেক সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

ডাসার উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দ্রুত একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এখনো অনুমোদন বা নির্মাণ কাজ শুরু হয়নি।

স্থানীয় বাসিন্দা সৈয়দ আশরাফুল ইসলাম লাহিদ বলেন, “উপজেলা হয়েছে তিন বছর আগে, কিন্তু এখনো আমাদের চিকিৎসার জন্য কোথাও ভরসা নেই। একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এখন সময়ের দাবি।”

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ডাসার উপজেলায় ৫০ শয্যার একটি আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করার পরিকল্পনা রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.