× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রী নিহত

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১১ নভেম্বর ২০২৫, ১৮:১০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল–তারাকান্দি সড়কের কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত সিএনজি চালক শান্তকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ভূঞাপুরগামী একটি সিএনজি নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। চালক শান্ত দ্রুত বাইরে বের হয়ে আসলেও যাত্রীটি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে।” প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.