× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের বিএনপি না হওয়ার আহ্বান: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:

১১ নভেম্বর ২০২৫, ১৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা -১৬ আসন বিএনপির মনোনীত পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন,  সাংবাদিকদের বিএনপি হতে হবেনা। সাংবাদিকদের জন্য পেশাগত নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । মিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  রোববার (৯ নভেম্বর) বিকালে মিরপুর চিড়িয়াখানা রোডে শহীদ নিউটন ৮নং কমিনিউটি সেন্টারে মিরপুর প্রেসক্লাব এর কাউন্সিল ২৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে। 

মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৬ আসন বিএনপির মনোনীত পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৫ আসনের বিএনপি মনোনীত পদ প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা -১৪ আসনের বিএনপি মনোনীত পদ প্রার্থী ও মায়ের ডাক সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি। 

প্রধান অতিথির বক্তব্য আমিনুল হক বলেন, সাংবাদিকদের জন্য পেশাগত নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থেকে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত।“আওয়ামী শাসনামলে সাংবাদিক সমাজকে দলীয়করণ করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের মূল পরিচয় হওয়া উচিত নিরপেক্ষতা। আমি মিরপুর প্রেসক্লাবসহ দেশের সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা বিএনপি  হবেন না” আপনাদের ঐক্য ও নিরপেক্ষতা আমাদের দেশের গণতন্ত্র ও সাংবাদিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিক নেতা তালুকদার রুমী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় রক্ষায় আজীবন সংগ্রাম করে যাবো। সাংবাদিকরা মৃত্যুর মুখে দাঁড়িয়েও সংবাদ সংগ্রহে অবিচল থাকেন। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এসময় উপস্থিত ছিলেন,দ্য এক্সাম্পল পত্রিকার সম্পাদক মো মিজানুর রহমান মোল্লা, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমির, জাগোকণ্ঠ ডট কমের সম্পাদক এম এ মুবিন, সিনিয়র সাংবাদিক আজিজুল হাকিম,

দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক জাকির মোল্লা, সাংবাদিক এনামুল হক ইমন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.