× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রাম পুলিশের প্রশিক্ষণ কোর্সের সমাপনী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

সীতাকুণ্ড উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা’র আয়োজনে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (চট্টগ্রাম) মো. শরীফ উদ্দিন। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং থানার এসআই সালেহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, উপজেলা জাইকা কর্মকর্তা পাপিয়া চাকমা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মরিয়ম আক্তার মুক্তা প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য গত ১৩ অক্টোবর শুরু হওয়া মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, যা ১১ নভেম্বর সমাপ্ত হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.