“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে সুজন-সুশাসনের জন্য নাগরিকের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কটিয়াদী উপজেলা কমিটির আয়োজনে ১২ নভেম্বর সকাল ১১ টায় ডা. আবদুল মান্নান মহিলা কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন কটিয়াদী উপজেলা কমিটির সভাপতি ও ডা. আবদুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মো. ছিদ্দিকুর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক ও পাড়া মন্ডলভোগ কারিগরি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মো. হারিছ উদ্দিন, অন্নদা চরণ সাহা ফালু, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক ও সুজন এর সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, বিদ্যুৎ মিয়া, সংস্কৃতি কর্মী মোস্তফা বয়াতী, সমাজকর্মী কামরুজ্জামান ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মিয়া মোহাম্মদ সিদ্দিক, সবুজ বাঙ্গালী, মাহবুবুর রহমান, মো. শফিকুল ইসলাম সুমন, মো. মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়নে সরকারের কাছে দাবী তোলে ধরেন।