× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্বৃত্তের গুলিতে নিহত ১

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর)

১২ নভেম্বর ২০২৫, ১৫:৫৭ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। ‎নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভা এলাকার পূর্ব বড়ালী গ্রামের মিজি বাড়ির মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। তিনি দুই পুত্র সন্তানের জনক। পেশায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ছিলেন। 

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, দুই যুবক মোটরসাইকেল নিয়ে আরেক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। একটু পর স্থানীয় সমিতির পুলের কাছে মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন মোটরসাইকেল আরোহীকে (রুহুল আমিন)।

‎সোহাগ নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, দয়াগাজী বাড়ি মসজিদের সামনে একটি মোটরসাইকেলে মুখোশধারী দুই আরোহী অপর একটি মোটরসাইকেলের আরোহীকে ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে আমার সামনে এসে পড়ে। এ সময় দুজন আরোহী থাকা মোটরসাইকেল থেকে অপর মোটরসাইকেল আরোহীকে গুলি করে নিজেরা ডাকাত ডাকাত বলে চিৎকার করে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমেদসহ আরও অনেকে বলেন, গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন মোটরসাইকেলসহ সড়কের ওপর একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে।

নিহত ব্যক্তির চাচা মো. আলী হোসেন মিজি বলেন, সিটি গ্রুপের বেঙ্গল কোম্পানির চা-পাতা বিক্রয় প্রতিনিধি ছিলেন রুহুল আমিন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও মোটরসাইকেলযোগে কোম্পানির পণ্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বের হন। রাতে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভাতিজার মরদেহ শনাক্ত করি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাউমাউ করে আহাজারি করতে দেখা যায় হত্যাকাণ্ডের শিকার রুহুল আমিনের বাবা ও চাচাসহ স্বজনদের। হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবী করছেন তারা।

‎‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.