তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রুমায় নানা কর্মসূচির অংশ হিসেবে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রুমা উপজেলা প্রশাসনের মাল্টিমিডিয়া সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪’ শীর্ষক বিষয়ে বস্তু নিয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক কুইজ এবং নবম-দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘তারুণ্যের ভাবনায় আগামী দিনের বাংলাদেশ’ বিষয় উপরে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা সাঙ্গু সরকারি কলেজ, রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়, রুমা উচ্চ বিদ্যালয় ও কঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় একশ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, তারুণ্যের উৎসবকে সামনে রেখে তিনটি আইটেমে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে।
পরিচালনা কমিটির সদস্য ও রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মার্মা জানান, খুব শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, “প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং জ্ঞানচর্চা উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন। এসব আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”