× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পায়রা নদীতে ১৮ কেজি ওজনের পাঙ্গাস মাছ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৫, ১৬:১১ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলা সংলগ্ন পায়রা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদীতে মাছটি ধরা পড়ে। 

জানা যায়, স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার ইলিশ ধরার জালে বুধবার সকালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস খুব কমই দেখা যায়।

বিশাল আকারের এই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পরে পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটের স্থানে মাছটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় ক্রেতারা মাছটি ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫,৩০০ টাকায় কিনে নেন। কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

মাছ ধরা পড়ার পর জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই পাঙ্গাস পেয়ে থাকি আমরা জেলেরা। তবে বরাবর ছোট মাছ পেলেও, এবার এত বড় পাঙ্গাস পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.