× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎মোঃ অরিফুল ইসলাম, ‎বাঘাইছড়ি

১২ নভেম্বর ২০২৫, ১৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে যুবদলের গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে কাচালং ব্রিজ হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

‎উক্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক মামুন এবং পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯নং রাঙ্গামাটি আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। 

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট,জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড, সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ মোঃ আলী বাবর,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ এস, এম, শফিউল আজম,জেলা বিএনপির যুগ্ম সাধারণ ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ জেলা,উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

‎এছাড়া জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ নুরুন্নবী নবী।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন, তার আদর্শ থেকেই যুবদলের জন্ম। এই সংগঠন সবসময়ই দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে এসেছে। বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা জরুরি।

তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। তাই সকল নেতাকর্মীকে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের আস্থার ভিত্তিতে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। ‎আলোচনা সভার শেষে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.