ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিহত জুলহাসের বাড়িতে বুধবার (১২ নভেম্বর) দুপুরে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম উপস্থিত হলে এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। মায়ের এমন আহাজারিতে উপস্থিত সবাই মর্মাহত হন।
এ সময় ইউএনও শোকাহত মায়ের উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে শান্তনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আপনার একমাত্র অবলম্বন হারিয়েছেন, আমরা মর্মাহত। তবে আমরা আপনার যেকোনো প্রয়োজনে পাশে আছি। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগির দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তার জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।’
উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান পেট্রোল পাম্পের সামনে আলম এশিয়া নামক একটি গাড়িতে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে ঘুমিয়ে থাকা চালক জুলহাস (২৬) দগ্ধ অবস্থায় মারা যান। তিনি ভালুকজান এলাকার আ. বারেকের ছেলে।