× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে নাশকতা রোধে পুলিশের চেকপোস্ট

সাভার প্রতিনিধি

১২ নভেম্বর ২০২৫, ২০:১৮ পিএম

আগামীকাল ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাভারে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এসময় নাশকতা রোধে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসায় সাভার মডেল থানা পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের ঢাকামুখি লেনে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এদিকে, নিরাপত্তা জোরদার অভিযানের অংশ হিসেবে সাভার মডেল থানা পুলিশ  দিনভর সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

ওসি মো. জুয়েল মিঞা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে চেকপোস্ট বসানো হয়েছে।তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।  

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। জনগণের স্বার্থে সড়কে তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.