× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি প্রার্থী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম

বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের উমাচরণ মাতবর বাড়িতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কাজী সালাউদ্দিন বলেন, “আপনাদের যে ক্ষতি হয়েছে তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে আমরা আপনাদের পাশে আছি এবং সরকারি সহায়তা আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উমাচরণ মাতবর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মৃত শতীন্দ্র নাথের দুই পুত্র প্রিয়লাল নাথ ও রঞ্জিত নাথ, এবং প্রিয়লালের ছেলে বিজয় নাথের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। যদিও হতাহতের ঘটনা ঘটেনি, তবু তিন পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে কাজী মোহাম্মদ সালাউদ্দিন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পিচের মাথা এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. এমাম হোসেনকে দেখতে যান।

সেখানে তিনি বলেন, “দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। সুযোগ পেলে সীতাকুণ্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত, আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.