× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ সভা অনুষ্ঠিত

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৩:২২ পিএম । আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৫, ১৫:১০ পিএম

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বৃহত্তম ও দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় পশ্চিম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)’র সভাপতিত্বে ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারি, নির্বাহী সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, শেখ নাসির উদ্দীন আহমেদ, লোকমান হাকীম মো. ইব্রাহীম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল কাদির খোকন, এস. শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন), প্রফেসর মুহাম্মদ জসিম উদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা। নতুন নির্বাহী সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী, ড. মুহাম্মদ সাইফুল আলম, মাহমুদ নেওয়াজ, তৌহিদুল করিম, আর. ইউ চৌধুরী শাহীন, মুহাম্মদ ইলিয়াছ।

৬ সেপ্টেম্বর আওলাদে রাসূলগণের ছদারতে অনুষ্ঠিত জশনে জুলুছে ঈদ-এ মিলাদন্নবী (দ:) ও হুজুর কেবলা (মা.জি.আ)- গণের সফরকালীন বিভিন্ন কর্মসূচীর পর্যালোচনা, নতুন নির্বাহী সদস্যগণকে অভ্যর্থনা ও তাঁদের পক্ষ হতে হুজুর কেবলাসহ আনজুমান নেতৃবৃন্দের প্রতি শুকরিয়া আদায়, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের কমিটি গঠন এবং এর আওতায় একটি মডেল বিদ্যালয় প্রতিষ্ঠা আনজুমানের বিভিন্ন কার্যক্রমে গতিশীলতা আনতে একাধিক স্ট্যান্ডিং কমিটি গঠন প্রক্রিয়া, জামেয়া, দরসে নিজামী, দাওয়াতে খায়রসহ সভায় একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল- কাদেরী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.