× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় সনদ বাস্তবায়নের দাবি

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সুজন এর উপজেলা শাখার আয়োজনে কটিয়াদী রিপোর্র্টস ইউনিটি কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, এই সনদ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে।

বক্তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালনের জন্য একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান। একইসঙ্গে, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা এবং প্রতিটি নির্বাচন স্থগিত, বাতিল ও পুনঃনির্বাচনের ক্ষমতা কমিশনকে প্রদান করার আহ্বান জানানো হয়।

“রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে চাই জাতীয় সনদের বাস্তবায়ন” এই প্রতিপদ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সুজনের আহ্বায়ক প্রকৌশলী মো. হারুন অর রশিদ।

সুজন এর উপজেলা শাখার সদস্য সচিব প্রভাষক ধ্রুব রঞ্জন দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, রিপোর্র্টস ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল হায়দার টিটু, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, সরারচর সৌদামনি সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক  মাসুম পাঠান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবিব সাধু, কালের কন্ঠ মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি ছাইদুর রহমান নাঈম, সাংবাদিক খায়রুল ইসলাম, মিজানুর রহমান, কটিয়াদী নজরুল একাডেমীর সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ডাক্তার শামীম ভূঁইয়া, সাংবাদিক মিয়া মোহাম্মদ সিদ্দিক,সাংস্কৃতিক কর্মী জিসান আজাদ, সোশাল এক্টিভেট শাওন পরাভেজ প্রমুখ।

উল্লেখ্য, সুজন-সুশাসনের জন্য নাগরিক যাত্রা শুরু করে ২০০২ সালের ১২ নভেম্বর ‘সিটিজেন ফর ফেয়ার ইলেকশন’ নাম দিয়ে। ২০০৩ সালে সংগঠনটি ‘সুশাসনের জন্য নাগরিক’ সংক্ষেপে ‘সুজন’ নাম ধারণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.