× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কার্যক্রম নিষিদ্ধ আঃলীগের নাশকতা ঠেকাতে মৌলভীবাজারে রাতে শোডাউন, দিনে জামায়াতের গণঅবস্থান

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:

১৩ নভেম্বর ২০২৫, ১৩:৫৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ঘোষিত তিনদিনের কথিত লকডাউনে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মৌলভীবাজার শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখা। এর আগের রাতে নিষিদ্ধ ঘোষিত দলটির  নৈরাজ্য ঠেকাতে শহরে এনসিপি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাতভর ব্যাপক শোডাউন করে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের চৌমুহনা চত্বরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা ৮ দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর জামায়াতের উদ্যেগে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।  গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন,বাংলাদেশে আর বিচারহীনতা চলতে দেয়া হবেনা, যেখানেই ফ্যাসিস্টরা সেখানেই ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য ২৪ এর গণঅভ্যুত্থানে যাদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার সঠিক তদন্ত করে আইন-আদালতের মাধ্যমে বিচার দেখতে চায় দেশবাসী। বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ পাখির মতো গুলি করে হত্যা করার দুঃসাহস দেখাবে না। 

এদিকে, চলমান নৈরাজ্য ঠেকাতে জেলা শহরের প্রতিটি সড়কে বুধবার রাত থেকেই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে তৎপরতা সহ সড়কে টহল দিতে দেখা গেছে। 

অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীগের পলাতক নেতাকর্মীদের ভুয়া ভিডিও ও ফেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে দেখা গেছে। যার কোন সত্যতা মেলেনি। এসব অপতথ্যের ব্যাপারে সব চেয়ে বেশি প্রচার করতে দেখা গেছে মৌলভীবাজার-৩ আসনের পতিত আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও পলাতক মোহাম্মদ জিল্লুর রহমান এর ফেসবুক পেজ থেকে।

বুধবার মধ্যরাতে শহরের বাসস্ট্যান্ড, শাহমোস্তফা সড়ক, চৌমুহনা ও কুসুমবাগ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা ব্যাপক মোটরসাইকেল শোডাউন করে। এসময় 'লীগ ধর, জেলে ভর' স্লোগানে কাঁপিয়ে তুলে পুরো শহর। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও রাতজেগে শহরে শোডাউন সহ বিভিন্ন পয়েন্টে পাহারা দিতে দেখা যায় । তবে এখন পর্যন্ত মৌলভীবাজার শহর সহ জেলার সব উপজেলায় স্বাভাবিক জীবনযাত্রা চলমান রয়েছে।  কোথাও নাশকতার কোন তথ্য পাওয়া যায়নি। 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, সেনাবাহিনী সহ একজন নির্বাহী ম্যাজিস্ট্যাটের নেতৃত্বে যেকোনো অপতৎপরতা ঠেকাতে সড়কে টহল অব্যাহত রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.