× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আ.লগের ব্যারিকেড সরালো বিএনপির নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট।

১৩ নভেম্বর ২০২৫, ১৪:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

মাদারীপুরের জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর সংলগ্ন স্থানে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শিবচর-ভাঙ্গা সীমানা এলাকা ও কুতুবপুরের শিবচর-শরিয়তপুর সীমানায় এই ব্যারিকেড দেয়া হয়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও।

জানা গেছে, বৃহস্পতিবার আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর সংলগ্ন ভাঙ্গা উপজেলার অংশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে রাতে মাদারীপুর শবচরের সিমানা এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। তবে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসি। আমাদের নেতাকর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। এখন মহাসড়কে কোন সমস্যা নেই। এছাড়া আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি, ভোরে মহাসড়কের দুটি স্থানে সড়ক অরবোধ করার। আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি। আমাদের হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.