সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
লে. কর্নেল নাজমুল হক জানান, সম্প্রতি সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় একটি বড় চালান আটক করা হয়। সেখানে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় ৩০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়েছে। এ ছাড়া কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াশ, হোয়াইটটোন, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছসহ একটি বালু উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
তিনি বলেন, গত আগস্ট মাস থেকেই এই অবৈধ পেঁয়াজ পাচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এ ধরনের পাচার রোধে কাজ করে যাচ্ছি। গত চার মাসে ৪৮ বিজিবির সদস্যরা প্রায় ১ লাখ ৫ হাজার কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করতে সক্ষম হয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, পেঁয়াজ ছাড়াও সম্প্রতি ভারতীয় জিরা, কসমেটিকস, চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। আবার দেখা যাচ্ছে, শুধু ভারত থেকে পণ্য বাংলাদেশে আসছে তা নয়– বাংলাদেশ থেকেও রসুন, শিং মাছ ও জিওল মাছ পার্শ্ববর্তী দেশে পাচার হচ্ছে। এই ধরনের পাচার প্রতিরোধেও আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।
মাদক ও অস্ত্র নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর। কোনোভাবেই যেন মাদক আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা তৎপর। এ বছর আমরা বিপুল পরিমাণ মাদক জব্দ করেছি- এর মধ্যে রয়েছে ১৪ হাজার ৩৫৪ বোতল বিদেশি মদ, বিয়ার, গাঁজা, ইয়াবা ইত্যাদি। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।
অস্ত্রের ক্ষেত্রেও আমরা সতর্ক। সম্প্রতি ৪৮ বিজিবি কর্তৃক দুটি বিদেশি রিভলভার, পাঁচটি এয়ারগান এবং দুটি ডেটোনেটরসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশের স্থিতিশীলতা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং কেউ যেন নাশকতার সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমরা সর্বদা সজাগ রয়েছি। বিশেষ করে নির্বাচন সামনে রেখে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।