দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প। মঙ্গলবার দুপুরে ১৩ নভেম্বর র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেসব্রিপিংয়ে এসব কথা জানান।
সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে এ কার্যক্রম শুরু হয়। নিরাপত্তা টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জেলাদ্বয়ের প্রবেশমুখ, কেপিআই, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে দায়িত্বপূর্ণ এলাকা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক পরিস্থিতি এবং হাইওয়ে রোডে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এর পাশাপাশি দেশজুড়ে ক্রমবর্ধমান চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হল।