× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের নিরাপত্তা জোরদার

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৬:০১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।  মঙ্গলবার দুপুরে ১৩ নভেম্বর  র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেসব্রিপিংয়ে এসব কথা জানান।

সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে এ কার্যক্রম শুরু হয়। নিরাপত্তা টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জেলাদ্বয়ের প্রবেশমুখ, কেপিআই, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে দায়িত্বপূর্ণ এলাকা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক পরিস্থিতি এবং হাইওয়ে রোডে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

এর পাশাপাশি দেশজুড়ে ক্রমবর্ধমান চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.