× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৮ পিএম । আপডেটঃ ১৩ নভেম্বর ২০২৫, ১৬:১৮ পিএম

নাটোরের সিংড়ায় চেঞ্জ ফর প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশন ও আলোর সহযোগিতায় সুশীল সমাজ সরকারি এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন।

সংলাপে সেবা খাতের বিভিন্ন সমস্যা, সমাধান, সম্ভাবনা ও উন্নয়ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার, চলনবিল সমাজ কল্যাণ সংস্থা ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাব ও বিয়াশ জনসেবা তরুণ সংঘের সাধারণ সম্পাদক  জুলহাজ কায়েম, যুব সংগঠনের প্রতিনিধি বাবুল হাসান বকুল, রেখা খাতুন প্রমুখ।

সংলাপ অনুষ্ঠানে উপজেলার ৭ টি দপ্তরের কর্মকর্তা সহ সমাজ সেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন কৃত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক  এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপ শুরুর আগে ভয়েস ফর চেঞ্জে নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু, প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম স্বাগত বক্তব্যে বলেন, খান ফাউন্ডেশন ও আলোর সহযোগিতায় ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় সিংড়া উপজেলায় সকল দপ্তরের বিভিন্ন সেবা খাত নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি আমাদের কাজ অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.