× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে প্রভাব পড়েনি লকডাউন, নাশকতা এড়াতে সেনাবাহিনী তৎপর

এ.এম হোবাইব সজীব,কক্সবাজার

১৩ নভেম্বর ২০২৫, ১৬:২২ পিএম

ফ্যাসিস্ট সরকারের ঘোষিত লকডাউন প্রভাব পড়েনি কক্সবাজার। আর নাশকতার সম্ভাব্য পরিকল্পনা রোধে কক্সবাজার অঞ্চলের শহর ও গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়া নিশ্চিত করা হচ্ছে। সেনাবাহিনী কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল এলাকা, বিমানবন্দর রোড ও লালদীঘিরপাড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল বাড়িয়েছে। এছাড়া পার্শ্ববর্তী এলাকা লিংক রোড, রামু, কোটবাজার ও উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পর্যটক এবং স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করছে।

সেনাবাহিনীর অভিযানকে সমর্থন করে র‍্যাব ও পুলিশও একযোগে নাশকতা রোধে তৎপরতা বাড়িয়েছে। কক্সবাজারে সেনাবাহিনীর এই তৎপরতার কারণে এ পর্যন্ত কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে পারেনি।

সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বদা সতর্ক এবং দেশ ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও সকাল থেকে কক্সবাজার বিএনপির কার্যালয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। 

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল জানান,  ফ্যাসিস্ট আওয়ামীলীগের ডাকা লকডাউন প্রভাব ফেলতে পারেনি। জণগণ প্রত্যাখান করেছে। তবে জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে। 

কক্সবাজার জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন জানান, যারা পালিয়ে গেছে তারা আর আসার সুযোগ নাই। লকডাউন নামে নৈরাজ্য করে আ'লীগ নাশকতা করতে চেয়েও কক্সবাজার রাজপথে আমরা থাকায় প্রভাব ফেলতে পারেনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.