জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান লক্ষ্য করা যায়। জানা গেছে, সকাল থেকেই শহরের পুরান থানা, সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হন। এসময় তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন।
সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, মাও সানাউল্লাহ, মাওঃ এম এইস লোকমান, এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, সদর আমীর মাওলানা নজরুল ইসলাম, শহর আমীর মাও আব্দুল হক, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন।