× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে লকডাউন বিরোধী বিএনপি জামায়েতের কর্মসূচি

নাটোর প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৬:৪০ পিএম

ছবি: গৃহীত

আওয়ামী লীগের লকডাউনসহ যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা প্রতিরোধে নাটোরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি, জামায়াত । বৃহস্পতিবার সকাল থেকে শহরের মাদ্রাসা, হরিশপুর বাইপাস আলাইপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও এর সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। হরিশপুর থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জামায়াতে ইসলামী।

এসময় বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা লকডাউনের নামে মাঠে নামলে তাদের শক্ত হাতে প্রতিহৃত করা হবে। সন্ত্রাস চাঁদাবাজ অপরাধী ও খুনীদের নাটোরে ঠাঁই হবে না।

এদিকে, গতকাল রাত থেকেই নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের মহাসড়ক , বাজার ও রাস্তার মোড়ে আওয়ামী নাশকতার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়।

যদিও, নাটোরের সিংড়ার শেরকোল এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে বৃহস্পতিবার মাঝরাতে কালোপোশাক ও সাদা মুখোশ পড়ে মশাল মিছিল করেছে সিংড়া পৌর আওয়ামী লীগ। এসময় তারা শেখ হাসিনা, পলকসহ আওয়ামী নেতাদের মুক্তি ও সরকার বিরোধী নানান স্লোগান দেয়।

তবে, নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক রায়হান তানভিরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে আটক করা হয়েছে বলে জানান,নাটোরের অতিরিক্ত  পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা সহিংসতা কোনো সুযোগ নেই। প্রতিটি উপজেলাসহ জেলা বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীদের টহল ও নজরদারী অব্যহত আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.