× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছবিসহ জকসুর ভোটার তালিকা প্রকাশ, বিপাকে পর্দানশীন শিক্ষার্থীরা

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে জকসুর কেন্দ্রীয় ওয়েবসাইটে শিক্ষার্থীদের ছবিসহ এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকা প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, প্রকাশিত তালিকায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ব্যাহত হয়েছে। তাদের মতে, শিক্ষার্থীদের নাম, বিভাগ, রোল নম্বরের সঙ্গে ছবি উন্মুক্ত করে দেওয়া গোপনীয়তা লঙ্ঘনের শামিল।

শিক্ষার্থীর অভিযোগ করেন, ভোটার তালিকা প্রকাশ করা প্রয়োজনীয় হলেও, ছবিসহ তালিকাটি সবার জন্য উন্মুক্ত রাখা ঠিক হয়নি। তাদের দাবি, ছবিসহ তালিকাটি প্রত্যেকের নিজস্ব স্টুডেন্ট আইডি লগইন সিস্টেমের মাধ্যমে সীমিতভাবে উন্মুক্ত করা যেতে পারত, যাতে নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে যারা পর্দানশীন, তাদের জন্য এ প্রকাশনা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক পর্দানশীন নারী শিক্ষার্থী বলেন, 'আমি ব্যক্তিগতভাবে পর্দা মেনে চলি। বিশ্ববিদ্যালয়ের বাইরে আমার ছবি প্রকাশ্যে দেখা আমার পরিবারের জন্যও অস্বস্তিকর। ভোটার তালিকায় ছবি থাকা নিয়ে আপত্তি নেই, কিন্তু সেটি যদি সবার জন্য উন্মুক্ত থাকে, তাহলে সেটা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। নির্বাচন কমিশনের উচিত ছিল বিষয়টি আরও সতর্কভাবে বিবেচনা করা।'

বাংলা বিভাগের শিক্ষার্থী জিহাদ ইসলাম শাওন বলেন, 'আমি আমার ডিপার্টমেন্টের অনেক বান্ধবীর মুখ কখনো দেখিনি কারণ তারা ইসলামি বিধান মেনে পর্দা করে। কিন্তু ভোটার তালিকায় তাদের ছবি উন্মুক্ত করা হয়েছে। এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি- নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ না করলেও পারতো। আমি জানি না ছবি প্রকাশ না করলে কোনো বিশেষ সমস্যা হবে কিনা। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিলো। অনেকেই পর্দা করে তাদের ছবি উন্মুক্ত করেছে, এটা উচিত বলে মনে হয়নি। তারপরেও সুযোগ থাকলে ছবিগুলো হাইড করার ব্যবস্থা করা হোক।'

রাফিউল আহসান নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, 'প্রশাসন পাবলিকলি ছবিসহ ভোটার লিস্ট প্রকাশ করেছে, যেখানে অনেকে পর্দা মেইনটেইন করে তাদের ফেইস উন্মুক্ত। মিনিমাম সিকিউরিটি রাখা উচিত ছিলো।'

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে ম রাকিব সামাজিক মাধ্যমে বলেন, 'উন্মুক্তভাবে নারী শিক্ষার্থীদের ভোটার তালিকা প্রকাশ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে হাইকোর্টে রিট হওয়ার নজির থাকা সত্ত্বেও জবি প্রশাসন বিষয়টি আমলে নেয়নি।  আমরা এই অবহেলার প্রতিবাদ এবং দ্রুত এই তালিকা সংশোধন করার দাবি জানাই।'

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, 'আমাদের সাথে শিক্ষার্থীরা যখন এবিষয়ে আলোচনা করেছিল, তখন কেউ আপত্তি জানায়নি। অনেকেই চেয়েছিল যেন ভোটের সময় ছবিসহ তালিকা থাকে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই টেকনিক্যাল কমিটি ছবিসহ তালিকা প্রকাশ করেছে। তবে শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে আজকে আমরা বিষয়টি আবার আলোচনা করব। প্রয়োজন হলে ছবি পরিবর্তন করা হবে।'

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর জবি শাখা ছাত্রদল জকসু নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। সেখানে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, অমোচনীয় কালি ব্যবহার, স্বচ্ছ গ্লাসের ব্যালট বক্স, প্রতিটি ব্যালট বক্সে নাম্বার সংযোজন, ব্যালট ছাপানোর সংখ্যা ও কাস্টিং ভোটারসংখ্যা প্রকাশসহ ১২ দফা দাবি জানানো হয়েছিল।

এবিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, 'নির্বাচন সুষ্ঠু হবার স্বার্থে চেহারা মেলানোর জন্য ছবিসহ ভোটার তালিকা প্রকাশের দাবি আমরা জানিয়ে ছিলাম। নারী শিক্ষার্থীরা বিভিন্ন জরুরি কাজে যেমন: পাসপোর্ট তৈরি, শিক্ষার কাজ ইত্যাদিতে যে ছবিটা যতটুকু ব্যবহার করে বা যতটুকু প্রযোজ্য সেটাই ব্যবহার করা হয়েছে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.