ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহরের দুটি স্থানে এ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি রেলগেট দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম.এ. ওয়াহাব।
বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা ও অপতৎপরতার চেষ্টা চলছে। জয়পুরহাটের মাটিতে আমরা ফ্যাসিস্টদের কঠোর হাতে দমন করব।’ এর আগে সকাল ১০টায় জেলা জামায়াতে ইসলামী শহরের আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে তারা শহরের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন।