× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে বিএনপি ও জামায়াতের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৮:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহরের দুটি স্থানে এ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি রেলগেট দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের দলীয় প্রার্থী মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম.এ. ওয়াহাব।

বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা ও অপতৎপরতার চেষ্টা চলছে। জয়পুরহাটের মাটিতে আমরা ফ্যাসিস্টদের কঠোর হাতে দমন করব।’ এর আগে সকাল ১০টায় জেলা জামায়াতে ইসলামী শহরের আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে তারা শহরের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.