× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লামায় আ.লীগের মশাল মিছিল ও অগ্নিসংযোগ, আটক ১

মোহাম্মদ আবুল হাশেম ,লামা আলীকদম প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৫, ১৮:২২ পিএম

বান্দরবানের লামা উপজেলার দূর্গম ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এ ছাড়া বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলা সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সড়কে আগুন দেওয়া ও গাছ কেটে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। 

বুধবার (১২ নভেম্বর) থেকে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারা রাতব্যাপী অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি রফিক আলম (৪৩) ফাঁসিয়াখালী ইউনিয়নে ২নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়,লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমর্থনে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি মেম্বার কুতুব উদ্দিন। মশাল মিছিলে ৩০-৪০ জন লোক উপস্থিত ছিলেন। মশাল মিছিলে উপস্থিত সবার  হাতে একটি করে মশাল ছিল। তারা নানা স্লোগান দিতে শোনা যায়। 

এদিকে,বৃহস্পতিবার সকাল থেকে লামা বাজারে বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে যৌথ মিছিলে রাজপথ সরব হয়ে ওঠে। মিছিলে ‘ঠাঁই নাই ঠাঁই নাই,মুজিব লীগের ঠাঁই নাই,স্লোগান দেন।

লামা থানা ওসি তোফাজ্জল হোসেন বলেন,এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে লামা থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.