নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বৃহষ্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বনপাড়া পৌরশহরের জিরো পয়েন্টে জানজট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সড়ক দুর্ঘটনা, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলী আকবর, আব্দুল মোমিন, আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সামসুজ্জোহা সাহেব, বীর মুক্তিযোদ্ধা বয়েত রেজা,বনপাড়া ডিগ্রি কলেজের (অব.) সহযোগী অধ্যাপক আবুল খায়ের, অধ্যক্ষ আলহাজ্ব মোয়াজ্জেম হোসাইন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান প্রমুখ।