আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মতলব উত্তর উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা সুজাতপুর বাজার থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১০ তালা মোরের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়।
এ সময় বক্তারা বলেন, ১৩ নভেম্বর সাট ডাউন এর নাম করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙসংগঠন গত কয়েকদিন যাবত সারাদেশে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে এবং অপরাধীদেরকে পুলিশের নিকট সোপর্দ করতে হবে । শান্ত বাংলাদেশকে অশান্ত করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন নেতারা। চাঁদপুর দুই নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের বরাত দিয়ে বক্তারা বলেন, মতলব উত্তর উপজেলায় কোন ধরনের অন্যায় অপরাধ সয্য করা হবে হবে না । মতলবের মানুষ শান্তিপ্রিয় আমরা শান্তিতে থাকতে চাই। কেউ অশান্তির সৃষ্টি করলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খাইরুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহাম্মদ সোহেল, যুগ্ম আহবায়ক মনজুর আহাম্মদ মামুন, আব্দুল আজিজ ইমন, মোশারফ আহাম্নদ মুরাদ, সাইফুল ইসলাম বাবু, শ্রমিকদলের সভাপতি আ: মালেক মোল্লা, স্বেচ্ছাসেবক দলেক সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজী, জহিরাবাদ ইউপি যুবদলের সভাপতি গোলাম হোসেন মিয়াজী,মোহনপুর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন, কলাকান্দা ইউপি যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,
উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷