× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাস্থ্যকর গ্রাম অর্জনে লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান

মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট

১৩ নভেম্বর ২০২৫, ১৯:১২ পিএম

ছবি: সংগৃহীত।

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)” এর আওতায় স্বাস্থ্যকর গ্রাম অর্জনে অবদান রাখা কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি)-এর সদস্যদের সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

আজ সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল হাকিম, সিভিল সার্জন, লালমনিরহাট এবং জনাব আব্দুল আলিম গাজী, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব রাজীব আহসান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার শাখা, লালমনিরহাট। এছাড়াও উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলার প্রকল্প সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাগণসহ ইএসডিও‘র উন্নয়নকর্মীগণ উপস্থিত ছিলেন।      

প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব এইচ. এম. রকিব হায়দার বলেন, “ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের এই উদ্যোগ আসলে একটি মানবিক আন্দোলন। মানুষ যখন নিজের স্বাস্থ্য, পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধ হয়, তখন উন্নয়ন টেকসই হয়।

স্বাস্থ্যকর গ্রাম কেবল একটি ধারণা নয়, এটি মানুষের মানসিকতা ও আচরণের পরিবর্তনের প্রতিফলন। এই পরিবর্তন সম্ভব হয়েছে আপনাদের ও স্থানীয় জনগণের সম্মিলিত চেষ্টায়, যা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসন সবসময় এমন উদ্যোগকে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে অন্যান্য ইউনিয়নগুলোতেও এই সফল মডেল ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগীতা করবে।

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, “হেলদি ভিলেজ ইন আরবান কর্মসূচি জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করছে। মানুষ এখন নিয়মিত পরিষ্কার পানিও সাবান দিয়ে হাত ধোয়া, পুষ্টিকর খাবার গ্রহণ ও নিরাপদ পানির ব্যবহার সম্পর্কে সচেতন হচ্ছে। এ ধরনের উদ্যোগ কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় সম্পদ।”

বিশেষ অতিথি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুল আলিম গাজী বলেন, “গ্রামীণ স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবস্থায় ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশন যে সাফল্য দেখিয়েছে তা অনুকরণীয়। শুধু অবকাঠামো নয়, মানুষ এখন নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছে, সেটিই সবচেয়ে বড় অর্জন।”

সভাপতি ও উপপরিচালক (উপসচিব) জনাব রাজীব আহসান বলেন, “এই প্রকল্পে সরকারি ও বেসরকারি সহযোগিতার সুন্দর সমন্বয় ঘটেছে। স্থানীয় নেতৃত্ব, নারী অংশগ্রহণ ও যুবশক্তির ইতিবাচক ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আজ যেসব কমিউনিটি ‘স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারা আগামী দিনে অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” এইচভিইউপি প্রকল্প লালমনিরহাট জেলায় পানি, স্বাস্থ্য ও পুষ্টি খাতে অংশগ্রহণমূলক উন্নয়নের এক মডেল হিসেবে কাজ করছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্য (ঝউএং) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, ২০২২ সালের নভেম্বর মাস থেকে লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট পৌরসভাসহ মোগলহাট ইউনিয়ন, কুলাঘাট ইউনিয়ন, মহেন্দ্রনগর ইউনিয়ন ও হারাটি ইউনিয়ন এবং আদিতমারী উপজেলায় সাপ্টিবাড়ী ইউনিয়ন ও সারপুকুর ইউনিয়নে পরিচালিত এই প্রকল্পটি পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ডঅঝঐ), পুষ্টি, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে কাজ করছে।

প্রকল্পের আওতায় মোট ১৮৯টি কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) গঠিত হয়েছে, যার মধ্যে ১৩১টি গ্রাম ইতিমধ্যে “স্বাস্থ্যকর গ্রাম” হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং অবশিষ্ট ৫৮টি গ্রাম গ্র্যাজুয়েশন পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. মোঃ তারিকুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ; আবু জাফর নুর মোহাম্মদ, হেড অব অপারেশন, ইএসডিও; ডা. মিথুন গুপ্ত, প্রোগ্রাম ম্যানেজার, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং মোঃ মাসুদ রানা, প্রোগ্রাম ম্যানেজার, ইএসডিও।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন একজন সিএসজি লিডার, একজন হেলথ প্রমোশন উদ্যোক্তা (এইচপিএ), একজন ল্যাট্রিন উদ্যোক্তা, একজন প্রতিবন্ধী শিশুর মা এবং একজন ইউনিয়ন চেয়ারম্যান, যারা প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে “স্বাস্থ্যকর গ্রাম” স্বীকৃতিপ্রাপ্ত কমিউনিটি প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ হেলদি ভিলেজ এর স্টল এবং বিভিন্ ম্যাট্রিয়ালস পরিদর্শন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.