× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৫, ১৩:৫১ পিএম

নড়াইলের লোহাগড়া সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা।পারিবারিক সুত্রে জানা গেছে  গতকাল ১৪ নভেম্বর (শুক্রবার) জুম্মার নামাজ শেষে বেলা ২ টার সময় লক্ষীপাশা  মারকাজুল মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে লক্ষীপাশা গ্রামের ফেরদৌস ঠাকুরের বাড়ির সংলগ্ন রাস্তার পাশে পৌছালে প্রতিবেশী নাহিদ নেওয়াজ সবুজ সরদার, তার ভাতিজা নওশাদ সরদার সহ ৩/৪ জন ব্যক্তি ওই ব্যাংক কর্মকর্তা মনির (৫৭)কে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। আহত ব্যাংক কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ব্যাংক কর্মকর্তা মনিরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। 

আহত ব্যাংক কর্মকর্তা পৌরসভার লক্ষীপাশা গ্রামের মৃত সৈয়দ আব্দুল জব্বারের ছেলে সৈয়দ রিফাত মুন্জর মনির। এঘটনায় আহত ব্যাংক কর্মকর্তা মনিরের সাথে কথা হলে তিনি বলেন জমাজমি বিরোধের জেরে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে আমার প্রতিবেশী সবুজ সরদার  ও তার ভাতিজা সহ ৩/৪ জন আমাকে মারপিট করে যখম করেছে।

অভিযুক্ত সবুজ সরদারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জমিজমা বিরোধে জেরে এ ঘটনা ঘটছে। 

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলামের সাথে কথা হয়। তিনি বলেন, ঘটনা শুনেছি আহত ব্যাংক কর্মকর্তা মামলা দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.