পার্বত্য চট্টগ্রাম শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে রুমার ইসিসি মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে মা ও কিশোরীদের জন্য স্বাস্থ্য ও উন্নয়নমূলক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের ব্যবস্থাপক লালচয় সাং বম। লালদিনময় বমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা এবং প্রোগ্রাম অর্গানাইজার জর্জ লালটানজুয়াল বুইতিং।
সেমিনারে মা ও কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, সুষম পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, মানসিক ও সামাজিক নিরাপত্তা, আত্মনির্ভরশীলতা এবং পারিবারিক অর্থনীতিতে নারীর ভূমিকা—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা জানান, সমাজের টেকসই উন্নয়নে নারী ও কিশোরীদের শিক্ষিত ও সচেতন করে তোলার বিকল্প নেই। প্রায় ১০০ জন মা ও কিশোরীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে প্রকল্পের তালিকাভুক্ত মায়েদের মাঝে আয়বর্ধনমূলক কাজে সহায়তা হিসেবে উল-সুতা, সেলাই মেশিন এবং হাঁস-মুরগি বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগ এলাকায় নারীদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবারে স্থিতিশীলতা আসতে সহায়তা করবে।