× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

জয়পুরহাট প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাই তাদের বাইরে রেখে উন্নয়নের কথা চিন্তা করা ভুল হবে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, “আমরা অনেকেই স্বশিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। শুধু ভালো রেজাল্ট বা উচ্চ ডিগ্রি অর্জন করলেই হবে না; নৈতিকতা না থাকলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ভালো কাজ করা যায় না। সবার আগে ভালো মানুষ হতে হবে।”

তিন দিনব্যাপী পুনর্মিলনীর দ্বিতীয় দিনে সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাবসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.