× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৫, ১৫:০৯ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় মানুষজন বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “কৃষ্ণপুর ইউনিয়নের বহু মানুষ এখনো প্রাথমিক চিকিৎসা সেবার বাইরে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই ক্যাম্পের আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

ক্যাম্পে মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক, গাইনি, চক্ষু, ডেন্টাল, নাক-কান-গলা, শিশু ও নবজাতক এবং চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগী দেখেন। সারাদিনে শতাধিক রোগী এ সেবা গ্রহণ করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষ ছাড় ঘোষণা করেছে। এর মধ্যে হাসপাতালের প্যাথলজি টেস্টে ৩৫% ছাড়,অপারেশন চার্জে ৩০% ছাড়,সাধারণ বেড চার্জে ৩০% ছাড় দেওয়া হবে।

স্থানীয়রা জানান, এলাকার অবহেলিত মানুষের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত উপকারী। নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ আরো বাড়ানোর দাবি জানান তারা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.