র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)-এর সিপিসি- ফেনী আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর এলাকা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় তিনটি পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে বাড়বকুন্ডের আলিনগরের একটি গোয়ালঘরের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ড ইউনিয়নের একটি পরিত্যক্ত স্থানে অস্ত্র মজুত রয়েছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ছিল—একটি ট্রিগারযুক্ত কালো রঙের দু’নালা শুটারগান, একটি ট্রিগারযুক্ত এক নলা শুটারগান, সবুজ রঙের ১২টি ১২ বোর কার্তুজ, দেশীয় ছুরি, দেশীয় রামদা এবং একটি লাল রঙের বেসবল ব্যাট।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর জানান, র্যাবের অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।