ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায়ও মনোযোগী হওয়া উচিত। তিনি বলেন, খেলাধুলা করলে শরীর গঠন মজবুত হয় এবং মোবাইলের প্রতি আসক্তি কমে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবুল কালাম পাটোয়ারী,গিয়াস উদ্দিন হেলাল,ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কফিল মাহমুদ রিয়াজসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, মাসব্যাপী এই ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রশিক্ষণে ফেনী জেলার ৬টি উপজেলার ৪০ জন ক্ষুদে ফুটবলার অংশ নিবে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেনী জেলা কোচ দীপক চন্দ্র নাথ, সহকারী প্রশিক্ষক হিসেবে থাকবেন নাসির উদ্দিন।