× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালিত

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৫ নভেম্বর ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

মণিপুরি সংস্কৃতি, কবিতা পাঠ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।  গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।  সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি এল, প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এস, সি, সিনহা। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, ইম্ফল মণিপুরি সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. এল, রামেশ্বর সিংহ, ইম্ফল লৈকোল এর সাধারণ সম্পাদক গুরুঅরিবম ঘনপ্রিয়া দেবী, কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর প্রমুখ। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এর সভাপতি, গবেষক ও বাংলা একাডেমির ফেলো কবি এ, কে, শেরাম, ইম্ফল সাহিত্য একাডেমির অ্যাওয়ার্ডি এর শরতচান্দ থিয়াম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামাসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল ইবুংহল সিংহ শ্যামল, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন, কবি রওশন আরা বাঁশী, কবি অয়েকপম অঞ্জু প্রমুখ।

সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫০ বছরের এই পথচলা শুধুই একটি সময়ের হিসাব নয়, এটি একটি জাতির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের দৃঢ় অভিব্যক্তি। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ যে আলোকবর্তিকা প্রজ্বলন করেছে, তা আগামী প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে সংযোগ রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। বাংলাদেশে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সংসদের ৫০ বছরের ঐতিহাসিক পথচলায় আন্তরিক শুভেচ্ছা জানান।

সুবর্ণজয়ন্তী উৎসব দ্বিভাষিক গানের মনোমুগ্ধকর সুচনা হলো “ধন ধান্যে পুষ্প ভরা” শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।  এছাড়াও ঢাকা থেকে আসা শিল্পীদের গান ও নৃত্য পরিবেশন হয়। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখক, গবেষক, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.