বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ডিলারদের মাধ্যমে প্রায় টানা দু'মাস বন্ধের পর ফের মৌলভীবাজারে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল-এই তিন পণ্য বিক্রি কার্যক্রম।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল থেকে মৌলভীবাজার শহরের সদর মডেল থানার সামনের সড়কে ডিলার শাহজালাল স্টোর এর মাধ্যমে ট্রাক সেলে শুরু হয় নায্যমূল্যের এই কার্যক্রম। টিসিবি সিলেট বিভাগের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় শনিবার থেকে শুরু হওয়া ট্রাক সেল কার্যক্রম চলবে চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত টানা ১৪ দিন। জেলা সদরে ২ টি ট্রাক সেল ও কুলাউড়া উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলায় ১ টি করে মোট চারটি ট্রাক সেলের মাধ্যমে প্রতিদিন ২ হাজার উপকারভুগী পাবেন টিসিবির এই নিতপণ্যের এই সেবা। এতে সর্বমোট ২৮ হাজার উপকারভুগী জনপ্রতি ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এই তিন নিত্যপণ্য ৪৬০ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।
শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের মডেল থানার সামনের সড়কে ডিলার শাহজালাল স্টোর ও বেজবাড়ী এলাকার সড়ক ভবনের সামনে ডিলার সাব্বির এন্টারপ্রাইজের মাধ্যমে ট্রাক সেল থেকে নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে নারী-পুরুষের দীর্ঘ সারি। এতে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে ভোক্তাদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
টিসিবি সিলেট বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. সোহেল রানা বলেন, ৩০ নভেম্বর পর্যন্ত ১৪ দিনব্যাপী চলবে ট্রাক সেল কার্যক্রম। ওই কার্যক্রমের আওতায় জেলার মোট ২৮ হাজার ভোক্তা পাবেন টিসিবির ভর্তুকি মূল্যের এই তিন নিত্যপণ্য।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, মৌলভীবাজার সদরে দুটি ট্রাকে করে পৃথক পৃথক স্পটে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলবে।
টিসিবি সূত্র জানায়, শনিবার থেকে শুরু হওয়া ট্রাক সেল ঢাকার বাহিরে মহানগরী, জেলা ও মৌলভীবাজার জেলা মিলে মোট ১০ টি জেলায় শুরু হয়েছে ট্রাক সেল কার্যক্রম।এতে টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং ৭০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পারবেন ।